ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ডুবে আছে কক্সবাজার, তিনদিনে ধস ও ট্রলারডুবিতে ৮জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারে গত ৩দিন ধরে টানা ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। একারণে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকায় এখন জলাবদ্ধতা। বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার ২শ গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২ লাখ মানুষ। গত তিনদিনে পাহাড়ধস ও ট্রলার ডুবে এই পর্যন্ত রোহিঙ্গা সহ ৮জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিস বলছে-গতকাল শুক্রবার সকাল ৬ টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২২৫ মি:মি: মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড় ধসের শঙ্কা রয়েছে।

টানা তিনদিনের ভারি বৃষ্টির কারণে, কক্সবাজার হোটেল-মোটেল জোনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ে অন্তত ২০ হাজার পর্যটক। শহরের অন্তত ৩০টি উপ–সড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েক শ দোকানপাটের মালামাল নষ্ট হয়েছে। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি